Nojoto: Largest Storytelling Platform

ঠিক যেমন মাঝে মাঝে সূর্যোদয় আর সূর্যাস্তের, দুটো

ঠিক যেমন মাঝে মাঝে সূর্যোদয় আর সূর্যাস্তের, 
দুটো ছবি আলাদা করা চিনে ওঠা মুশকিল হয়।
তেমনি মাঝে মাঝে বাঁচতে হয় বলে বেঁচে আছি নাকি,
মনের খুশিতে বেঁচে আছি বুঝতে ভীষণ কষ্ট হয়.........

©Ayan Guin
  #storytelling #myquote #mywritingmywords