পাগল যদি সাহস থাকতো মুখ ফুটে বলার তাহলে অনেক আগেই দূরে চলে যেতাম, ওই যে যারা রাস্তায় কাটায় দিন দিন কাটাতাম ঘুরে ঘুরে,আমি পাগল হতাম । তারা সত্যিকারের মুক্ত নিজের জন্য চায়না কিছুই তারা, তারাই আসল সর্ব সুখে আছে লোকে বলে পাগল নাকি তারা । না তারা বাঁধা পড়ে,না তারা বেঁধে রাখে কাউকে ইচ্ছে মত হাসতে পারে মন খুলে, ইচ্ছে হলে কাঁদতে পারে,ইচ্ছে হলে গাইতে পারে তারা ইচ্ছে হলেই যায় সব কিছু ভুলে । তাদের নাকি পাগল বলে লোকে আমি বলি পাগল দুনিয়া সারা, পাগল যারা তারাই আসল ভালো দুনিয়া টা ভাই পাগলেতে ভরা । ইচ্ছে করে, পাগল হতাম যদি দুনিয়া সারা হতো আমার নিজের, কারুকে তো করতাম না জোর দুই হাতে গলা টিপে মারতাম ইচ্ছে দের । অবুঝ অজ্ঞান হয়ে করতাম,আজ কেনো আবদ্ধ আমি কেনো জড়িয়ে আছি এই ভালোদের মাঝে, ওপরওয়ালা পাগল করো আমায় ভালো লাগেনা এই ভালোদের মাঝে । পাগল হবো আমি আমি পাগল হতে চাই, পাগলামী তে যে সুখ আছে বন্ধু ভালোর মাঝে সে সুখ নাই । দুনিয়া যাদের পাগল বলে ডাকে আমি তাদের পূজা করি রোজ, তোমরা চাও ভগবানের দেখা আমার চলে পাগলের ই খোঁজ । ©Pravanjan Roul #BengaliPoem #poem #writing #writingcommunity #westbengal #monerkatha