Nojoto: Largest Storytelling Platform

পরেরদিন আমি আমার সমস্ত কাজ শেষ করে বিকেল

        
 পরেরদিন আমি আমার সমস্ত কাজ শেষ করে বিকেলে একবার ছাদে গেলাম , ওখান থেকে প্রকৃতিকে খুবই কাছ থেকে অনুভব করা যায়, সঙ্গে বাতাস আর একবাটি মুড়ি নিয়েছিলাম দুপুরে অনিচ্ছা বসত ভাত খাওয়া হয়নি। ছাদের গাছ গুলিতে জল দিয়ে সূর্য ডোবার দৃশ্য উপভোগ করছিলাম,সূর্যের কমলা আভা সাদা ধবধবে মেঘগুলোকে নতুন রং দিচ্ছিল, দেখতে পুরো ‘হাওয়াই মিঠাই’।

সন্ধ্যা হবে হবে ঠিক সেই সময় দেখি ইন্দ্রদা ছাদে আসছেন,উনি এসে ঠিক আমার থেকে দুই হাত দূরে দাঁড়িয়ে রইলেন, কিছুক্ষন পর নিজেথেকেই বললেন-“কেমন আছো?”
আমি পুরো নিস্তব্ধ,তখন সারা শরীর বরফ হয়ে গিয়েছে আমার।
তারপর আমি মুড়ির বাটিটা নিয়ে ওনাকে এড়িয়ে ছাদ থেকে নেমে আসতে যেতেই.....
উনি আমার বাম হাতটি টেনে ধরলেন..

পরের পর্ব শীঘ্রই আসছে...
        
 পরেরদিন আমি আমার সমস্ত কাজ শেষ করে বিকেলে একবার ছাদে গেলাম , ওখান থেকে প্রকৃতিকে খুবই কাছ থেকে অনুভব করা যায়, সঙ্গে বাতাস আর একবাটি মুড়ি নিয়েছিলাম দুপুরে অনিচ্ছা বসত ভাত খাওয়া হয়নি। ছাদের গাছ গুলিতে জল দিয়ে সূর্য ডোবার দৃশ্য উপভোগ করছিলাম,সূর্যের কমলা আভা সাদা ধবধবে মেঘগুলোকে নতুন রং দিচ্ছিল, দেখতে পুরো ‘হাওয়াই মিঠাই’।

সন্ধ্যা হবে হবে ঠিক সেই সময় দেখি ইন্দ্রদা ছাদে আসছেন,উনি এসে ঠিক আমার থেকে দুই হাত দূরে দাঁড়িয়ে রইলেন, কিছুক্ষন পর নিজেথেকেই বললেন-“কেমন আছো?”
আমি পুরো নিস্তব্ধ,তখন সারা শরীর বরফ হয়ে গিয়েছে আমার।
তারপর আমি মুড়ির বাটিটা নিয়ে ওনাকে এড়িয়ে ছাদ থেকে নেমে আসতে যেতেই.....
উনি আমার বাম হাতটি টেনে ধরলেন..

পরের পর্ব শীঘ্রই আসছে...