অপবর্তন তীক্ষ্ম বাক্যালাপ তবু গভীর অনেক স্মৃতি আকাশজুড়ে ঘানঘটার ধুসর বিস্মৃতি ,, ছিটকে যাচ্ছে ধ্যান অন্ধকার গতিপথ লোপ পায় ভালোবাসা- আবেগ বিচ্যুতি আলোর বর্ণ একই , তবু অন্ধকার প্রতিচ্ছবি আধুনিক হয়েছে সবই শুধু চূড়ান্ত সাম্যবাদী।। পদার্থবিদ্যা তে অপবর্তন হলো একটা ঘটনা,,, যেখানে তীক্ষ্ম কোনো প্রতিফলক এ আলো এসে পড়লে কিছুটা আলো প্রতিফলিত হয় কিছুটা প্রতিফলক এর গা ঘেঁষে বেরিয়ে যায় ,,,,, যেসকল মানুষেরা একই সাথে দুজন কে ভালবেসে ফেলে ,,, তাদের ক্ষেত্রেও হয়তো তেমনটাই হয় ,,, একই সাথে তো একই কাজ হওয়া সম্ভব নয় কিছুটা প্রেম ছিটকে বেরিয়ে যায় অন্য কারো জন্য আসল ভালোবাসা প্রতিফলিত হয়ে তার কাছেই ফিরে আসে এমন কিছুই আমার ভাবনা বলে ,, সেটাই কিছুটা ভাষা তে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম ,, #yourquotedada #duallove #feeltruelove