Nojoto: Largest Storytelling Platform

-:নির্মল সঙ্গীত কাব্য-১৫৮:- গৌতম পড়ুয়া"নির্মল"।

-:নির্মল সঙ্গীত কাব্য-১৫৮:-
  গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
তুমি,শাশ্বত প্রভু পরমানন্দ তোমারে আমরা স্মরি
মোদের জীবন দরশন তুমি এসো হে বংশীধারী।।
আজি, সকল মানব শূন্যচেতন আত্মমগন তাই
মোরা, আধেক আলো, আধেক আঁধার,কূল খুঁজে 
না পাই,
তুমি,বিপথগামীরে স্বপথে ফেরাও ন্যায়ের চক্রধারী।।
তোমার প্রানের পরম আলোকে হৃদয় মোদের ভরো
ন্যায়ের দন্ড হানিয়া আজিকে কপট মোদের হরো।
মোরা, অসীম আঁধারে পথ হারায়েছি আলোকের
দিশা নাই
তোমার চরণ স্মরণ করিয়া তব পানে মোরা চাঁই,
তুমি, হৃদয় দোলাও নয়ন ভোলাও মায়া গোলোকবিহারী।।

©Goutam Parua"নির্মল"। -:Nirmal music poetry-158:-🙏🙏🙏#
-:নির্মল সঙ্গীত কাব্য-১৫৮:-
  গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
তুমি,শাশ্বত প্রভু পরমানন্দ তোমারে আমরা স্মরি
মোদের জীবন দরশন তুমি এসো হে বংশীধারী।।
আজি, সকল মানব শূন্যচেতন আত্মমগন তাই
মোরা, আধেক আলো, আধেক আঁধার,কূল খুঁজে 
না পাই,
তুমি,বিপথগামীরে স্বপথে ফেরাও ন্যায়ের চক্রধারী।।
তোমার প্রানের পরম আলোকে হৃদয় মোদের ভরো
ন্যায়ের দন্ড হানিয়া আজিকে কপট মোদের হরো।
মোরা, অসীম আঁধারে পথ হারায়েছি আলোকের
দিশা নাই
তোমার চরণ স্মরণ করিয়া তব পানে মোরা চাঁই,
তুমি, হৃদয় দোলাও নয়ন ভোলাও মায়া গোলোকবিহারী।।

©Goutam Parua"নির্মল"। -:Nirmal music poetry-158:-🙏🙏🙏#