মোর কালো ডাগর শরীর। আটপৌরে ঘরকাটা শাড়ি। বিদ্যুৎ চোখে নক্সা কাজল। খোঁপায় গোঁজা বাহারি ফুল। পায়ে মোর রুপোর মল ভারি। মাদলেতে নাচি সারি সারি। মাংসল গায়ে উলকি আঁকা। বঙ্কিম হৃদয় যায় না ঢাকা। মোর মাটির দেওয়ালে সুন্দর কারুকার্য। দিনের শেষে পান্তা হয় ধার্য। সাঁওতাল নন্দিনী আদিমতায় বিকোয়। মাতাল মরদ অন্যত্র শোয়। #পক্ষীরাজেরতুলি ------------------------------------------------------------------------ 📝আজকের বিষয়- "সাঁওতাল নন্দিনী" 🎀শর্ত= 12লাইনের মধ্যে লিখে ফেলো মনের ভাব!! গল্প,কবিতা||