Nojoto: Largest Storytelling Platform

White হে শাসক, তোমার চিত্ত আপাদমস্তক গরলে ভরা.. সে

White হে শাসক, তোমার চিত্ত আপাদমস্তক গরলে ভরা..
সে শাসনে বিচার পায় না বাংলায় অভয়ারা!!

পার্ক স্ট্রিট, থেকে কামদুনি, হয়ে আর জি কর..
সুবিচার নেই, আইন তোমার পোষা'কুকুর কাটমানি খায় দিনভর!!

আচ্ছা! অভয়ার অন্যায় কোথায় ছিল?
সে বুঝি তোমাদের নেক্সাস'টা জেনে ফেলেছিল!??
ষড়যন্ত্রীর গোপন আঁতাত খুলে দিতে চেয়েছিল!
তার এমন শোচনীয় পরিণতি বুঝি সে কারণেই হল!!

গতকাল আত্মীয়পরিজনে'র করুণ আর্তি শুনেছ.., তার??
আর যে ঢাকা যাবে না শাক দিয়ে মাছ এবার!! 
তুমি না শুনলেও, শুনেছে গোটা পৃথিবী সে ব্রডকাস্ট বার বার..
পাপের ঘড়া ভর্তি তোমার, সময় এসেছে হবেই হবে বিচার।।
©

©"বিলম্বিত-লয়" #happy_independence_day
White হে শাসক, তোমার চিত্ত আপাদমস্তক গরলে ভরা..
সে শাসনে বিচার পায় না বাংলায় অভয়ারা!!

পার্ক স্ট্রিট, থেকে কামদুনি, হয়ে আর জি কর..
সুবিচার নেই, আইন তোমার পোষা'কুকুর কাটমানি খায় দিনভর!!

আচ্ছা! অভয়ার অন্যায় কোথায় ছিল?
সে বুঝি তোমাদের নেক্সাস'টা জেনে ফেলেছিল!??
ষড়যন্ত্রীর গোপন আঁতাত খুলে দিতে চেয়েছিল!
তার এমন শোচনীয় পরিণতি বুঝি সে কারণেই হল!!

গতকাল আত্মীয়পরিজনে'র করুণ আর্তি শুনেছ.., তার??
আর যে ঢাকা যাবে না শাক দিয়ে মাছ এবার!! 
তুমি না শুনলেও, শুনেছে গোটা পৃথিবী সে ব্রডকাস্ট বার বার..
পাপের ঘড়া ভর্তি তোমার, সময় এসেছে হবেই হবে বিচার।।
©

©"বিলম্বিত-লয়" #happy_independence_day