Nojoto: Largest Storytelling Platform

উভমুখি ----------- ইচ্ছ

               
 উভমুখি
   -----------

      ইচ্ছে করে -
 বালির চরায় ঝিনুক গুলো কোরাই 
  আগের মতো ইচ্ছে মতন লাফাই 
   কেনো আমায় জোর গলায় হাসতে নেই ? 
         আমিও তো চাই একটা বার ওই মেলার হওয়া মিঠাই; 
        আমি একটু ফড়িং ধরব বলে এখনও ছুটি - 
    কেউ দেখলেই হাত নামিয়ে চুপ করে যাই শুধু । 
              কেনো আমার গলা ছেড়ে গাইতে নেই ? 
        আগে ভুল করলে বোকা বলে বকে দিলেই হাসতাম ,
         এখন সবাই তাকিয়ে থাকে ড্যাবড্যাবিয়ে আমার দিকে ! 
          কেনো আমার কষ্ট হলেও কাঁদতে নেই ? 
       যোগ ভাগ গুলো পেরিয়ে এসেও অঙ্ক খাতায় গোল্লা পাই ,
         কেনো খাতায় ট্যালি টেনে বিয়োগ গুলো করতে নেই ? 
        গলা মোমের মোমবাতিটা শুধু একটুই ছোট  ! 
       কেনো আমায় আবার ছোট্ট মেয়ে হতেই নেই ? 
    সবার ইচ্ছে নতুন করে বাঁচার নতুন করে সবটা শুরু করার যেখানে ছোট্ট ভুলে কেউ বকবে কিন্তু ঘেন্নার নজরে দেখবে না যেখানে মাঠের মাঝ মধ্যিখানে প্রচুর লাফালেও কেউ কৌতূহলে দেখবে না । যেখানে কেউ ঠেস মেরে বলবে না " বাচ্চাদের মতন করিস না "! আমরা সবাই সেই রাজ্যে ফিরে যেতে চাই আবার । গলা মোম দিয়েও মোমবাতি যদি তৈরি করা যায় , কেনইবা আমাদের গলিয়ে দিয়ে আবার নতুন করে বাঁচতে দেওয়া যাবে না ? 

#childhoodmemories #reverse #lovechildhood #yqdada #bengalipoetry #bengalipoem #bestbengaliquotes #question
               
 উভমুখি
   -----------

      ইচ্ছে করে -
 বালির চরায় ঝিনুক গুলো কোরাই 
  আগের মতো ইচ্ছে মতন লাফাই 
   কেনো আমায় জোর গলায় হাসতে নেই ? 
         আমিও তো চাই একটা বার ওই মেলার হওয়া মিঠাই; 
        আমি একটু ফড়িং ধরব বলে এখনও ছুটি - 
    কেউ দেখলেই হাত নামিয়ে চুপ করে যাই শুধু । 
              কেনো আমার গলা ছেড়ে গাইতে নেই ? 
        আগে ভুল করলে বোকা বলে বকে দিলেই হাসতাম ,
         এখন সবাই তাকিয়ে থাকে ড্যাবড্যাবিয়ে আমার দিকে ! 
          কেনো আমার কষ্ট হলেও কাঁদতে নেই ? 
       যোগ ভাগ গুলো পেরিয়ে এসেও অঙ্ক খাতায় গোল্লা পাই ,
         কেনো খাতায় ট্যালি টেনে বিয়োগ গুলো করতে নেই ? 
        গলা মোমের মোমবাতিটা শুধু একটুই ছোট  ! 
       কেনো আমায় আবার ছোট্ট মেয়ে হতেই নেই ? 
    সবার ইচ্ছে নতুন করে বাঁচার নতুন করে সবটা শুরু করার যেখানে ছোট্ট ভুলে কেউ বকবে কিন্তু ঘেন্নার নজরে দেখবে না যেখানে মাঠের মাঝ মধ্যিখানে প্রচুর লাফালেও কেউ কৌতূহলে দেখবে না । যেখানে কেউ ঠেস মেরে বলবে না " বাচ্চাদের মতন করিস না "! আমরা সবাই সেই রাজ্যে ফিরে যেতে চাই আবার । গলা মোম দিয়েও মোমবাতি যদি তৈরি করা যায় , কেনইবা আমাদের গলিয়ে দিয়ে আবার নতুন করে বাঁচতে দেওয়া যাবে না ? 

#childhoodmemories #reverse #lovechildhood #yqdada #bengalipoetry #bengalipoem #bestbengaliquotes #question