স্টপওয়াচ সিড়ির হাতল গুলো বড্ড পিচ্ছিল, বার বার পড়ে গিয়ে উঠি বার বার , আশা হারি না , আর হার মানি না ট্যাপ কল থেকে ,জল পড়ে অবিরত, সময় নেই কারো বন্ধ করার ,, হামাগুড়ি দেওয়া সবে শিখছি যেনো , তাই মাটির শিকড় ধরা পরগাছা ।। টিক টিক টিক ঘুরছে ঘড়ির কাটা , লোহার চামড়ায় মরচে ধরবে ঠিকই, স্টপওয়াচটা বন্ধ করো আবার ,, একটা কিছু তো রপ্ত করতে শিখি ।। আমাদের জীবনের শৈশব কৈশোর যৌবন বার্ধক্য মৃত্যু সবই আসে, শুধু যেকোনো একটা সময় আসেনা যখন আমরা নির্দিষ্ট কিছু রপ্ত করতে পারি ,ঠিক এটাই আমার লেখার বক্তব্য #yqdada #challenge #bengalipoem #stopwatch #aishi #গল্পকথা