Nojoto: Largest Storytelling Platform

জনহীন রাস্তার ধারে বসে থাকা শিশুটির চোখে জল, সামনে

জনহীন রাস্তার ধারে বসে থাকা শিশুটির চোখে জল,
সামনে অশ্লীল আগুনে জ্বলছে চিতা,
রাতের শীতলতায় হিম হয়ে আসা শরীরের চাহিদা সামান্য উষ্ণতা,
জ্বলন্ত অগ্নিকুন্ড যেন শিশুটির শরীরে নির্বাক হাতের তালুর মাধ্যমে বাঁচার রসদ যোগায়,রাত বাড়ে,ক্লান্ত শিখা অমলিন হয় ইন্ধনের অভাবে,যেন ক্ষীণ হয়ে আসে শিশুটির জীবনশক্তি,
চর্তুদিকে ঘিরে ফেলে দুঃস্বপ্নের অন্ধকার,শিশুটির নগ্ন শরীরের ভাঁজে ভাঁজে অসহায়তার প্রকোপ দেখে ফ্যালফেলিয়ে হেসে ওঠে,
বাঁচার তাগিদে তিলে তিলে গড়ে তোলা তার উপরে উঠবার সফলতার মই-এর এক একটা ধাপ সে অগ্নিকুণ্ডের আগুনে অর্পণ করে সামান্য সঞ্জীবনী উষ্ণতার আশায়। নিদ্রাহীন চোখ বুঁজে ওঠে ধীরে, ক্লান্তি নামে হাতে,.....রাত যে এখন অনেক বাকি!!!...প্রশ্ন জাগে যথেষ্ট ইন্ধন তার আছে কি সাথে???
 লিখে ফেল ছবিটা দেখে যা মনে হয় ছবির ওপরই। লেখা যেন ছবির বাইরে না বেরোয়। সেরা ৩টি পোস্টকে feature করব এই পেজ থেকেই আগামীকাল সন্ধ্যায়।

#npc13 #nostalgia  #bangla #YourQuoteAndMine
Collaborating with  Nostalgia 
একটু অন্যরকম লেখার চেষ্টা করলাম☺️
জনহীন রাস্তার ধারে বসে থাকা শিশুটির চোখে জল,
সামনে অশ্লীল আগুনে জ্বলছে চিতা,
রাতের শীতলতায় হিম হয়ে আসা শরীরের চাহিদা সামান্য উষ্ণতা,
জ্বলন্ত অগ্নিকুন্ড যেন শিশুটির শরীরে নির্বাক হাতের তালুর মাধ্যমে বাঁচার রসদ যোগায়,রাত বাড়ে,ক্লান্ত শিখা অমলিন হয় ইন্ধনের অভাবে,যেন ক্ষীণ হয়ে আসে শিশুটির জীবনশক্তি,
চর্তুদিকে ঘিরে ফেলে দুঃস্বপ্নের অন্ধকার,শিশুটির নগ্ন শরীরের ভাঁজে ভাঁজে অসহায়তার প্রকোপ দেখে ফ্যালফেলিয়ে হেসে ওঠে,
বাঁচার তাগিদে তিলে তিলে গড়ে তোলা তার উপরে উঠবার সফলতার মই-এর এক একটা ধাপ সে অগ্নিকুণ্ডের আগুনে অর্পণ করে সামান্য সঞ্জীবনী উষ্ণতার আশায়। নিদ্রাহীন চোখ বুঁজে ওঠে ধীরে, ক্লান্তি নামে হাতে,.....রাত যে এখন অনেক বাকি!!!...প্রশ্ন জাগে যথেষ্ট ইন্ধন তার আছে কি সাথে???
 লিখে ফেল ছবিটা দেখে যা মনে হয় ছবির ওপরই। লেখা যেন ছবির বাইরে না বেরোয়। সেরা ৩টি পোস্টকে feature করব এই পেজ থেকেই আগামীকাল সন্ধ্যায়।

#npc13 #nostalgia  #bangla #YourQuoteAndMine
Collaborating with  Nostalgia 
একটু অন্যরকম লেখার চেষ্টা করলাম☺️