কেন আমরা মুখে সেই কথা বলতে পারি না, যেটা মনে মনে হয়তো প্রতিদিন বলছি? কেন আমরা যা কিছু অনুভব করি, সেটার প্রতি একটু নমনীয় হতে পারি না? কেন রেখে দেই না নিজের কথা, সবার আগে, সবকিছু ভুলে গিয়ে? নানান রকমের বিচার সবারই হতে পারে, কিন্তু কিছু জিনিস যেটা আমি ভাবি, আমরা ভয় পাই, সেই লোক টাকে হারিয়ে ফেলবো, সেই সম্পর্ক হয়তো সারা জীবনের জন্য ভেঙে যাবে। তাই মনের কথা আর মুখে আসেনা। আমরা নিজেদের অনুভব প্রকাশ করতে একটু চাপা, যার লাভ প্রায় ভুল লোকের হাতে পরে। তাই আমরা আরও অদম্য হয়ে যাই। আমাদের জন্য কেউ এত গুরুত্বপূর্ণ হয়ে যায়, কি আমরা তার সুনি, নিজের কথা টা চেপে দেই। তাই আমরা হয়তো চুপ করে যাই। ©Ananta Dasgupta #Heart #anantadasgupta #hearts #Stories #puttogether