গাঢ় কাজলের প্রলেপ এঁকে মুদ্ধ করার মনসায় প্রেয়সি প্রহরের পর প্রহর সেজে চলে! তোমার কাছে আসতে হলে সাজতে হয় কেন তাকে? এলোচুলে বেণী বেঁধে পরিপাটি হয়ে কেন বসতে হয় তোমার পাশে? কেন সে ভয় পায় কালিমা চোখ নিয়ে তোমার দিকে তাকাতে? তুমি তাকে গ্ৰহন করো এমন ভাবে, ঘার্মাক্ত দেহে কিংবা রাত্রি ঘুমের পর তৈলাক্ত মুখে- সামনে তোমার আসতে পারে সে নির্ভয় হয়ে। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge ! "বিকচ নয়ন।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।