Nojoto: Largest Storytelling Platform

-:১২৫ এর পুজো: বিভিন্ন সামাজিক কার্যকলাপের মাধ্যমে

-:১২৫ এর পুজো:
বিভিন্ন সামাজিক কার্যকলাপের মাধ্যমে:- নিজস্ব সংবাদদাতা:১৮ই অক্টোবর'৬০: চুঁচুড়া:-ঐতিহ্যবাহী চুঁচুড়া শহরের খুবই জনপ্রিয় একটি পুজা মণ্ডপে পৌঁছে গেছিল আমাদের প্রতিনিধি কৌস্তব বোলেল। ওখানকার পুজা কমিটির সভাপতি শ্রী শুভম নায়েকের সাথে কথা বলে জানা গেছে তাদের পুজো এবারে ১২৫ বছরে পদার্পণ করেছে। কমিটির কার্যকলাপ সম্পর্কে সভাপতি নিজেই জানিয়েছেন যে, তারা জোড় করে চাঁদা আদায় করেন না। সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্ম করে থাকেন। তিনি আরও বলেন, তাদের বেশ কিছু দেবোত্তর সম্পত্তি আছে।যা তাদের পূর্ব পরিচালক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রমের ফসল।যেমন পুকুর, আমবাগান ও কয়েকটি ফ্ল্যাটবাড়ি। তিনি বলেন পঞ্চমীর দিন সন্ধ্যায় এলাকার সকল গরীব মানুষকে একাধিক পোশাক বিতরণ করা হয়। বিনা চাঁদায় সকলের জন্য চারদিন খাওয়া দাওয়ার ব্যাবস্থা থাকে। এছাড়া ও সারা বছর ধরে তারা বৃক্ষ রোপন, রক্তদান শিবির, বিভিন্ন স্তরের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়।আর বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় মানুষের পাশে দাঁড়ানো এগুলো সারা বছর ধরে চলতেই থাকে।
কমিটির খুব একটিভ সদস্য, সৌভিক বিশ্বাস, অর্পণ ঘোষ, প্রত্যয় ঘোষ, প্রত্যুষ ঘোষ এরা নিঃস্বার্থ ভাবে কাজ করে। প্যান্ডেলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে চার দিন ধরে। নিরাপত্তারও সুন্দর ব্যবস্থা থাকে। চারিদিকে সিসি ক্যামেরা তে থাকে সেই সঙ্গে পুলিশ ব্যবস্থাও থাকে। পাড়ার বয়স্করা বাড়িতে বসেই লাইভ পুজো দেখতে পায়।



#ভবিষ্যতেরদুর্গাপুজো #yqdada #challenge #bestbengaliquotes
-:১২৫ এর পুজো:
বিভিন্ন সামাজিক কার্যকলাপের মাধ্যমে:- নিজস্ব সংবাদদাতা:১৮ই অক্টোবর'৬০: চুঁচুড়া:-ঐতিহ্যবাহী চুঁচুড়া শহরের খুবই জনপ্রিয় একটি পুজা মণ্ডপে পৌঁছে গেছিল আমাদের প্রতিনিধি কৌস্তব বোলেল। ওখানকার পুজা কমিটির সভাপতি শ্রী শুভম নায়েকের সাথে কথা বলে জানা গেছে তাদের পুজো এবারে ১২৫ বছরে পদার্পণ করেছে। কমিটির কার্যকলাপ সম্পর্কে সভাপতি নিজেই জানিয়েছেন যে, তারা জোড় করে চাঁদা আদায় করেন না। সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্ম করে থাকেন। তিনি আরও বলেন, তাদের বেশ কিছু দেবোত্তর সম্পত্তি আছে।যা তাদের পূর্ব পরিচালক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রমের ফসল।যেমন পুকুর, আমবাগান ও কয়েকটি ফ্ল্যাটবাড়ি। তিনি বলেন পঞ্চমীর দিন সন্ধ্যায় এলাকার সকল গরীব মানুষকে একাধিক পোশাক বিতরণ করা হয়। বিনা চাঁদায় সকলের জন্য চারদিন খাওয়া দাওয়ার ব্যাবস্থা থাকে। এছাড়া ও সারা বছর ধরে তারা বৃক্ষ রোপন, রক্তদান শিবির, বিভিন্ন স্তরের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়।আর বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় মানুষের পাশে দাঁড়ানো এগুলো সারা বছর ধরে চলতেই থাকে।
কমিটির খুব একটিভ সদস্য, সৌভিক বিশ্বাস, অর্পণ ঘোষ, প্রত্যয় ঘোষ, প্রত্যুষ ঘোষ এরা নিঃস্বার্থ ভাবে কাজ করে। প্যান্ডেলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে চার দিন ধরে। নিরাপত্তারও সুন্দর ব্যবস্থা থাকে। চারিদিকে সিসি ক্যামেরা তে থাকে সেই সঙ্গে পুলিশ ব্যবস্থাও থাকে। পাড়ার বয়স্করা বাড়িতে বসেই লাইভ পুজো দেখতে পায়।



#ভবিষ্যতেরদুর্গাপুজো #yqdada #challenge #bestbengaliquotes