Nojoto: Largest Storytelling Platform

#সময়ের_প্রতি পরাধীন আবেগ আজও বিচ্ছেদের শোকে; তুমি

#সময়ের_প্রতি
পরাধীন আবেগ আজও বিচ্ছেদের শোকে;
তুমি নাকি চলমান! 
পদদলিত সুখ তবে কেন তোমায় পিছু ডাকে!

চুরমার করা দিন, চুরমার করা উচ্চাকাঙ্ক্ষা, চুরমার করা প্রহর...
ভীরু তোমার ভ্রূকুটিতে!
একনিষ্ঠ জেতার নেশায় আঁচড়ে পড়ছে কত "ট্রয়"সম শহর।

যে, সিঁড়ি ভেঙে তোমায় পেরোতে চায়, আঁকড়ে ধরো তারেই!
আমি বেহিসেবি...
দেখি তো! কতটা পোড়াতে পারো গাম্ভীর্যে, কিংবা তোমার রোষেই...

তুমি ধ্বংসাত্মক, তুমি নির্মম!
তুমিই সেই জাতিস্মর, যার কঠিন হতে কঠিনতর প্রশিক্ষণ।

কতশত বছর পেরিয়ে যায়, 
কতশত জরা মুক্তি পায়,
কতশত প্রাণ পায় শরীর,
                                                                       ...আমাদের "তুমি" আছো তাই! Destroyer and at the same time, you are the supreme Preserver.

#piccontest14

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রেটেশন, অথবা ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো।
#সময়ের_প্রতি
পরাধীন আবেগ আজও বিচ্ছেদের শোকে;
তুমি নাকি চলমান! 
পদদলিত সুখ তবে কেন তোমায় পিছু ডাকে!

চুরমার করা দিন, চুরমার করা উচ্চাকাঙ্ক্ষা, চুরমার করা প্রহর...
ভীরু তোমার ভ্রূকুটিতে!
একনিষ্ঠ জেতার নেশায় আঁচড়ে পড়ছে কত "ট্রয়"সম শহর।

যে, সিঁড়ি ভেঙে তোমায় পেরোতে চায়, আঁকড়ে ধরো তারেই!
আমি বেহিসেবি...
দেখি তো! কতটা পোড়াতে পারো গাম্ভীর্যে, কিংবা তোমার রোষেই...

তুমি ধ্বংসাত্মক, তুমি নির্মম!
তুমিই সেই জাতিস্মর, যার কঠিন হতে কঠিনতর প্রশিক্ষণ।

কতশত বছর পেরিয়ে যায়, 
কতশত জরা মুক্তি পায়,
কতশত প্রাণ পায় শরীর,
                                                                       ...আমাদের "তুমি" আছো তাই! Destroyer and at the same time, you are the supreme Preserver.

#piccontest14

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রেটেশন, অথবা ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো।
sangitasaha5698

Sangita Saha

New Creator