কিছু ভালোবাসা সম্পূর্ণ হইবার নয় কোনোরূপে কোনোকালে.. যুগ যুগ ধরিয়া উহা এইরূপে ব্যবধান রাখিয়া চলে.. বাহ্যিক ভাবে মনে হইতেই পারে তাহাতে রইয়াছে প্রাণরস প্রানসুধা.. আসলে তাহা আলেয়া'র ন্যায়, অস্তিত্ব নাই কোনো অভুক্ত রাখিয়া উহা দূর হইতেই মিটাইতে চায় ক্ষুধা.. © ©"বিলম্বিত-লয়" #sadness