উৎসাহতে নিহত হোক পরিযায়ীর নিশ্বাস সত্ত্বা , আহতে প্রেমহীন দেশটা থাকুক ব্যস্ত ইমারতে , যেখানে মহীয়সিতে উপস্থিতি থাকবে আরও কিছু বিকলাঙ্গ ... ধৃষ্ট তাদের পশ্চাতে থাকি ... শান্তনাতে থাক কিছু দূষিত আশার মিথ্যে । হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীর রক্তের মূল্য পরিশোধের জন্যই হয়তো আজ আমাদের দেশ সেই বিদেশিদের কাছেই ঋণ করে তৈরি করলো এই মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ মূর্তি। তা মূর্তি তৈরি হলো, কয়েকশো টন চুন সুরকির মেলবন্ধন রাতারাতিই দেশের অন্যতম আকর্ষণে পরিণত হলো। কিন্তু তাতে লাভ কার? বুদ্ধিজীবীরা হয়তো তর্কের খাতিরে বলতেই পারেন যে ঐ মূর্তি ঘিরে যে পর্যটন গড়ে উঠবে তাতে দেশের কোষাগার ভর্তি হবে কিন্তু কবে হবে আর কি করেই বা হবে! ঋণের টাকা মেটাতেই তো হিমশিম খেয়ে যাবে সরকার, তবে দেশের মাথা মোটেই মাথামোটা নন, তাই তিনি ঝোপ বুঝে কোপ মেরেই দিলেন কিন্তু জনগণ মুখ বুজে তৈরী গ্যাসের দাম মেটানোর জন্য। অন্যদিকে সাম্প্রতিক এক সার্ভে থেকে জানা গেছে যে দিল্লী রাজ্যটি পৃথিবীর মধ্যে সবথেকে বেশি দূষিত রাজ্য এবং আমাদেরই প্রতিবেশী দেশ চীনে দূষণের পরিমান সবথেকে কম। এগুলোতো সবই আমরা গুগল থেকে খুব সহজেই জানতে পারি কিন্তু একটা অজানা কঠোর সত্যি হলো প্রত্যেক বছর দূষণের জন্য মৃত্যু হচ্ছে প্রায় ১৫ হাজার লোকের কিন্তু তারপরেও আমাদের দেশে দীপাবলিতে কোটি কোটি ফানুস উড়ে দূষণ বাড়ছে আর চীন দূষণ আটকানোর জন্য সর্বোচ্চ টাওয়ার বানাচ্ছে। অভূতপূর্ব দৃশ্য... শব্দ সংখ্যা বাড়িয়ে বক্তব্যের মূল ভাবাবেগটা পাল্টাতে চাই না। আনন্দস্রোতে ভাসতে গেলেও চোরাবালি যে আসবে না এমনটা কোথাও বলা নেই, তাই জানার সাথে বোঝাটাও শুরু করা প্রয়োজন। The Clown দাদাভাই ও আমার যৌথ উদ্যোগে তৈরী ঐরালী এর আজকের লেখার সাথে সহমত সবাইকে সাদর আমন্ত্রণ রইলো এই collab এ যোগদান করার।