অনর্থক— ময়দানে ওই সবুজ ঘাসে বিকেল চুপ... ভাঙছে আকাশ,মাটির কাছে আরাম পাই চোখের কোনে লুকিয়ে রাখা ব্যথার স্তূপ ঠাণ্ডা ঠোঁটে ম্যাজিক আনে গরম চা' ই। অবাক করা চোখের ভাষা, উল্টো স্রোত ঠিক না জেনেই এগোচ্ছি বেশ গোলমেলে ভুল বুঝে যার দিন চলে যায় সে নির্বোধ মেসেজ আসে, সময় পেলে / বোর হলে। ঘড়ির কাঁটা থমকে যাবে। এমন দিন... মন পিয়ানোয় বাজছে যে সুর, প্রথম কল বুকের ভেতর ঠিক ডামাডোল শব্দহীন, নিজের করে পেয়েছে যে— সে' দুর্বল। স্বপ্ন দেখা থামবে না আর। করুণ চোখ, ভাবতে কোনো ট্যাক্স লাগে না। নাভিশ্বাস প্রেমের এমন কুমির ডাঙা'ই অনর্থক— বুঝতে পেলেও সময়তো শেষ, সব বিনাশ। #todayquote #desire #quotebaba #quotedada #heart #journey