রুদ্ধ করোটির অর্গল ঠেলে নিশ্চুপ রাত নামে চরাচর শূন্য জীবন মাস্তুলে ; আকুলপাথার,তবু অগাধ বেনোজলে বোবা নিরীক্ষণ ; উৎক্ষিপ্ত তরঙ্গে জোয়ার-ভাটার দু আঁজলা ভরে দেখি চন্দ্রকলা--আলোর বিচ্ছুরণ ; নিষ্ক্রমণ বেখেয়ালে পরিপাটি ঘুমঘোর ছাপোষা জলজ প্রাণ বিরামহীন আশ্রয় ডাঙায়--- বিষাদ প্লাবনে দুলে দুলে ভেসে যায় গতিজাড্যের অভিমুখে সংক্ষিপ্ত ডিঙাখানি, স্রোতে--স্রোতে স্বপ্নের বিভোরে শুধু তোমার উপেক্ষিত যৌবন মানায়...... #piccontest21 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest21