White তুমি রাতের জ্যোৎস্না, আলোর মত আছ আমার অন্ধকারে রয়েছ কিন্তু একটা সময় ওবধি। তুমি কখনো গল্প, কখনো কবিতা, কখনো আবার লেখায় আছ আমার ইচ্ছায় রয়েছ কিন্তু একটা সময় ওবধি। শ্রেষ্ঠ কল্পনায় আছ, ভেজা চোখের স্বপ্নে আছ আমার সত্য জীবনে রয়েছ কিন্তু একটা সময় ওবধি। জানি! তোমার অনেক সীমানা আছে, মেনে নিলাম। জানি! অনেক কারণে ঘিরে ধরা তোমার ব্যস্ত জীবন, মেনে নিলাম। জানি! দেখা না পাওয়ার কারণ তোমার চারপাশের দেয়াল, মেনে নিলাম। সেই দেয়ালের বাইরে আমি ঘুরপাক খাওয়া এক পাগল। বেয়াদবি এতটা কি একবারে টেনে নিয়ে চলে যেতে পারে। ধৈর্য এতটা কি নিঃশব্দে শুধু অপেক্ষা করতে পারে। ©Ananta Dasgupta #love_shayari #Bengali_poem #bengaliwriting #bengaliquote