Nojoto: Largest Storytelling Platform

।। আজ নয় কাল ।। লেজকাটা ঘুড়িদের কঙ্কাল ডিঙিয়ে আ

।। আজ নয় কাল ।।
লেজকাটা ঘুড়িদের কঙ্কাল ডিঙিয়ে আকাশের ছাদ পেলাম, 
এবার খানিক তোমার চোখের অস্ফুট ছায়া কাব্য পড়তে বসি,
কন্ঠনালীতে বিসর্গের ভিড়, বাক্যবিহীন শূন্যতা।
'অ' থেকে 'চন্দ্রবিন্দু'র তুমুল অভাব, প্রশ্নেরা আন্তরিকভাবে ছুটে আসে,
তুমি কি আকাশের মতোই বিশাল?
আজ নয় কাল এই বন্য অচেনা দিব্যি ভেসে যাবে রক্তস্রোতে।।


আর কতোটা হাঁটলে, হাতের তালুর মতো মোহনা পাবো!
গোড়ালির ফাটা দাগে সমুদ্রের স্বপ্ন,
চারপাশে শীতের ওড়াউড়ি, তোমার মনের হাওয়ার মতো তীব্র,
আমাদের কথা শেষের আগেই নদী শুকায়, ঠোঁটেদের কথা মরে যায়,
করোটির গহ্বরে জাগে যন্ত্রণাকে হারানোর লড়াই।

আজ নয় কাল আমাদের কোষে লেখা হবে বাঁচার কবিতা,
সিলেবাসের বাইরে নয়, বাবুলের বাসার মতোই সোজাসাপ্টা।।
  -শ্রীতমা


     লেখালিখিটা গেছে একেবারেই, তার পরোক্ষ কারন সময়ের অভাব, আর প্রত্যক্ষ কারন শব্দহীনতায় ভুগছি।।
    যারা পোক করেছিলে 
শ্রীপর্ণা   (বোনু), ✍️কলমে বিপ্লব,  Arpan Mandal, soumi bhattacharyya  (দিভাই), সবাইকে অনেক অনেক থ্যাংকু মনে রাখার জন্য।। আর দেরিতে লেখা দেওয়ার জন্য সরি।।

 ♡ দখিনু গঙ্গা ♡  (কমেন্টে লিখতে বলেছিলে) দেখো লিখলাম যা তা ।। 

#সোমবারের_কাহন #খেয়ালী_কাহন #কাহানিয়ার_কাহন #yqdada
।। আজ নয় কাল ।।
লেজকাটা ঘুড়িদের কঙ্কাল ডিঙিয়ে আকাশের ছাদ পেলাম, 
এবার খানিক তোমার চোখের অস্ফুট ছায়া কাব্য পড়তে বসি,
কন্ঠনালীতে বিসর্গের ভিড়, বাক্যবিহীন শূন্যতা।
'অ' থেকে 'চন্দ্রবিন্দু'র তুমুল অভাব, প্রশ্নেরা আন্তরিকভাবে ছুটে আসে,
তুমি কি আকাশের মতোই বিশাল?
আজ নয় কাল এই বন্য অচেনা দিব্যি ভেসে যাবে রক্তস্রোতে।।


আর কতোটা হাঁটলে, হাতের তালুর মতো মোহনা পাবো!
গোড়ালির ফাটা দাগে সমুদ্রের স্বপ্ন,
চারপাশে শীতের ওড়াউড়ি, তোমার মনের হাওয়ার মতো তীব্র,
আমাদের কথা শেষের আগেই নদী শুকায়, ঠোঁটেদের কথা মরে যায়,
করোটির গহ্বরে জাগে যন্ত্রণাকে হারানোর লড়াই।

আজ নয় কাল আমাদের কোষে লেখা হবে বাঁচার কবিতা,
সিলেবাসের বাইরে নয়, বাবুলের বাসার মতোই সোজাসাপ্টা।।
  -শ্রীতমা


     লেখালিখিটা গেছে একেবারেই, তার পরোক্ষ কারন সময়ের অভাব, আর প্রত্যক্ষ কারন শব্দহীনতায় ভুগছি।।
    যারা পোক করেছিলে 
শ্রীপর্ণা   (বোনু), ✍️কলমে বিপ্লব,  Arpan Mandal, soumi bhattacharyya  (দিভাই), সবাইকে অনেক অনেক থ্যাংকু মনে রাখার জন্য।। আর দেরিতে লেখা দেওয়ার জন্য সরি।।

 ♡ দখিনু গঙ্গা ♡  (কমেন্টে লিখতে বলেছিলে) দেখো লিখলাম যা তা ।। 

#সোমবারের_কাহন #খেয়ালী_কাহন #কাহানিয়ার_কাহন #yqdada