"স্যার, একজন আপনার সাথে দেখা করতে এসেছে।" অয়নের টিমের এক এজেন্ট মিটিং রুমের দরজা খুলে খবর দিল। অয়ন কোন গম্ভীর বিষয় আলচনা করছিল যেখানে হঠাৎ করে এই বাধা পড়ে যাওয়া ওর ভাল লাগেনি। "অভিষেক, ওনাকে ওয়েট করতে বল। আমি একটা মিটিং এ আছি।" নিজের অসন্তুষ্টি লুকিয়ে অয়ন জবাব দিল। অভিষেকের চলে যেতে সে নিজের কথা শুরু করে। "এই মাসে আমরা যা করেছি, সেটাতে আমরা কোন গ্রোথ দেখাতে পারবনা। আমরা গত মাসের মতই কাজ করেছি। জাস্ট মাঝামাঝি! খুব খারাপ না আবার খুব ভালো না।" অয়ন এইটা বলে নিজের টিমের শিট খোলার জন্য ল্যাপটপ ওপেন করে আর প্রোজেক্টেরে দেখায়।" ওদিকে অভিষেক আবার মিটিং রুমের দিকে ছুটে যায়। ওর বন্ধুরা ওকে বারন করে কিন্তু অভিষেক দু তরফা ফেসে গেছে। সবাই ভাবছে আজ অভিষেক শেষ কেননা অয়ন স্যারের এমনিও সকাল থেকে মুড ভাল না। অনেক ভাবনা চিন্তা করে অভিষেক দরজা খোলে, আর সামনেই অয়ন দাড়িয়ে। অয়নের হাতে একটা মার্কার পেন যেটা নিয়ে ও কিছু লিখতে যাচ্ছিল আর তখন আবার বাধা। কিন্তু এর আগে অভিষেক কিছু বলুক, অয়ন বলে উঠলো, "তুমি বাংলা কথা বুঝতে পার না? আই সেড নোট নাও। যে কেউও থাকুক তাকে ওয়েট করতে হবে। তুমি তাকে পাঁচটা মিনিটের জন্য অপেক্ষা করতে বলতে পারছ না?" "কিন্তু স্যার..." অভিষেক বলতে যায় তখন অয়ন তার কথা কেটে বলে, "অভিষেক, প্লিজ যাও।" এইটা বলে অয়ন বোর্ডের দিকে ঘুরে যায়। "স্যার, উনি নিজের নাম ঈশা বলছেন।" নামটা শুনে অয়নের হাত থেকে পেন নিচে পড়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য ও নিজের জায়গা তেই জড় হয়ে যায়। হয়তো চোখের এক কোণে জল মোছার জন্য অয়ন নিচে ঝুঁকে পেন টা তুলল আর হাতটা চোখে বুলিয়ে নিল। ©Ananta Dasgupta #anantadasgupta #story #Part1 #bengalistory #LoveStory