Nojoto: Largest Storytelling Platform

অভিমান

                                অভিমান                  01.04.2020

আমি, মন থেকে যাহারে একবার বাসিবে তুমি ভালো, 
যাহারে তুমি ভাবিয়া ছিলে নিজ জগতের আলো,
সে কি এখন আর ভাবে তোমায়, করে কি তোমায় মনে ,
এখন তাহার দুজনার সংসারে আসছে তৃতীয় জনে ।।

ঈশ্বরের কাছে যাহারে তুমি চাইতে বারংবার,
 আর যাই হোক এ জন্মে পাইবে না তাকে আর ।
ভাববে তুমি সে যে ঈশ্বর, কথা শোনেন সবার বসে,
ঈশ্বর তখন তোমার কথা উড়াইয়া দিয়েছে হেঁসে। ।

হায়রে বিধাতা এ কি তোর বিধি, একি করলি শেষে,
 আমার স্বপ্ন মেশালী ধুলোয়, ভাসিয়ে দিলি হেঁসে,
কাহারে এখন শুধাইবো আমি,নিবো কাহার উপদেশ ?
 স্বপ্ন আমার ভাঙ্গিয়া তুই নিজেই নিরুদ্দেশ ।।

ঈশ্বর, তুই কাহারে বাসবি ভালো,তুই না গরিব ঘরের ছেলে,
মন কি শুধু থাকলেই হয়, টাকা থাকতে হয় বলে(শক্তি)।

আমি, গরিব বলে কি আমাদের কারো থাকিতে পারে না আশা!
শুধুই গরিব বলে তুই বিলিয়ে দিলি আমার ভালোবাসা।।
 হোক ডাকব না আমি আর, করবনা তোরে বিশ্বাস,
থাকবো না তোর এই ধরাতে, তুই কেড়ে মোর নে নিঃশ্বাস ।।
                                                     ✍ ⓗⓘⓜⓐⓝⓖⓢⓗⓤ #Himangshu
                                অভিমান                  01.04.2020

আমি, মন থেকে যাহারে একবার বাসিবে তুমি ভালো, 
যাহারে তুমি ভাবিয়া ছিলে নিজ জগতের আলো,
সে কি এখন আর ভাবে তোমায়, করে কি তোমায় মনে ,
এখন তাহার দুজনার সংসারে আসছে তৃতীয় জনে ।।

ঈশ্বরের কাছে যাহারে তুমি চাইতে বারংবার,
 আর যাই হোক এ জন্মে পাইবে না তাকে আর ।
ভাববে তুমি সে যে ঈশ্বর, কথা শোনেন সবার বসে,
ঈশ্বর তখন তোমার কথা উড়াইয়া দিয়েছে হেঁসে। ।

হায়রে বিধাতা এ কি তোর বিধি, একি করলি শেষে,
 আমার স্বপ্ন মেশালী ধুলোয়, ভাসিয়ে দিলি হেঁসে,
কাহারে এখন শুধাইবো আমি,নিবো কাহার উপদেশ ?
 স্বপ্ন আমার ভাঙ্গিয়া তুই নিজেই নিরুদ্দেশ ।।

ঈশ্বর, তুই কাহারে বাসবি ভালো,তুই না গরিব ঘরের ছেলে,
মন কি শুধু থাকলেই হয়, টাকা থাকতে হয় বলে(শক্তি)।

আমি, গরিব বলে কি আমাদের কারো থাকিতে পারে না আশা!
শুধুই গরিব বলে তুই বিলিয়ে দিলি আমার ভালোবাসা।।
 হোক ডাকব না আমি আর, করবনা তোরে বিশ্বাস,
থাকবো না তোর এই ধরাতে, তুই কেড়ে মোর নে নিঃশ্বাস ।।
                                                     ✍ ⓗⓘⓜⓐⓝⓖⓢⓗⓤ #Himangshu