কত অদ্ভুত এই পরিস্থিতি যেখানে মনের চিন্তা আর বাস্তব দুটোই আলাদা। কত সহজ সেই সময় সামনের মানুষকে বোকা, পাগল বলা। কত রকমের আনমনা নিয়ে নিজের সংগে লড়তে থাকে, নিজেকে দোষী ভেবে কত রাত জাগতে থাকে। হঠাৎ করে এই অস্থিরতা থেকে বেড়িয়ে গিয়ে ধাক্কা খায় সত্যর সাথে, যেই সত্যর ইংগিত পাওয়ার পড়েও নিজের মায়ায় আটকে রাখে। মানুষ চিনতে শেখো- এই কথার তো পাত্তাই দেয় না, ভাবে সবসময়- সবাই তো এক হয় না। নিজের এক ভাগ নষ্ট করে আর একটা দিক আগলে রাখতে চায়, বাকিটা ধীরে ধীরে ক্ষত বিক্ষত হয়ে যায়। নানান রকমের পরিস্থিতি নিজের মনের মধ্যেই তৈরি করে, সমস্ত ঝড় নিজের মধ্যে নিয়ে নিজের টুকরো গুলো আবার জড় করে। ©Ananta Dasgupta #Path #Bengali #BengaliPoem #bengaliquote #anantadasgupta