প্রতিটি মুহূর্ত গড়ছে তোমায়, নিজের মতো করে "অস্তিত্বের জন্য সংগ্রাম" কেড়েছে শৈশব গায়ের জোরে দ্যাখো! স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে পরিস্থিতি জিতছে কেমন আজও প্রাণ ভরে। সময় ভুল ঠিকানার সন্ধানী, অতীত এড়ানোর অছিলায় ভাবলেশহীন আগামী, ফেলে আসা শতাধিক অধ্যায় জ্বালায়, যখন তোমার তুমি ক্রমশ পরিবর্তনশীল, মানিয়ে নেওয়ার খেলায়। চুয়াল্লিশ বছর বয়সে এসে ভাবছো,চেনো কি তাকে! "তুমি"টা কেমন পানশে, কেমন যেন ফিকে! বাইশ বছর পিছিয়ে দেখো, এই "তুমি"টা গড়তে চেয়েই শত আবেগ দিয়েছো পিষে! অতীতকে দাঁড় করালে এই অবয়বে ঘৃনা ভরে তাকাবে না হয়! লোকের চোখে নিজেকে খুঁজতে গিয়ে এই সহস্র ক্ষয়- আয়না ভাঙবে নিরানব্বই বার, পাল্টানো মুখের আদলে যে ভীষণ ভয়! ক্লান্ত তুমি, একশোবারের বেলায় সান্ত্বনা হাতড়িও মন ভোলানো বাক্যে, "তাতে কি এসে যায়! আজ তো তোমার এক নতুন পরিচয়!" চোখ মুছে আরো একবার ফিরে দেখা শেষ বারের মতো , মুখ ফেরানো আয়নার প্রতিকৃতি স্তুপাকারে স্পষ্ট করে পিঠ ছোঁয়া ছুরির ফলা যত। লিখে ফেল ছবিটা দেখে যা মনে হয় ছবির ওপরই। লেখা যেন ছবির বাইরে না বেরোয়। সেরা ৩টি পোস্টকে feature করব এই পেজ থেকেই আগামীকাল সন্ধ্যায়। #npc10 #nostalgia #yqbaba #bangla #piu_sangita #YourQuoteAndMine Collaborating with Nostalgia