White ইস্তেহার যেদিন আর খুঁজে পাবে না আমায় সারা শহর জুড়ে ইস্তেহার দিও, 'একটা পাগলি হারিয়ে গেছে ' যার দুচোখের কাজলে আঁকা ছিল অনেক অসম্ভব স্বপ্ন , যার ঠোঁটের হাসিতে ঢাকা ছিল অনেক গোপন যন্ত্রণা, যার মনের গভীরে শুধুই ছিল ভালোবাসার চাহিদা , যার মনের বয়স আটকে ছিল ষোড়শে। এরকম একটা পাগলি মেয়েকে যদি খুঁজে পাও, ফিরিয়ে এনো আবার। নাহলে সবাই বড় তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাবে। নাহলে সবাই বড় তাড়াতাড়ি হয়ে যাবে জীবন্ত লাশ ©Debasrii Chaterjii #sad_quotes #debasriichaterjii