Nojoto: Largest Storytelling Platform

জীবন দেখার জন্য লাগে একটা কবি, একটা আয়না, আর, আর

জীবন দেখার জন্য লাগে একটা কবি, একটা আয়না, আর, আর কিছু প্রলাপ বকা মানুষ।

যেমন ধরো, আজ কবিতায় কবিতায় হঠাৎ রিয়ালাইজ করলাম, আয়নায় আয়নায় যে দাগগুলো, প্রেমপত্রের বাহানায় লুকিয়ে রাখি, সেগুলো এক একটা মুখপোড়া বসন্তের দাগ। 
কিছুটা সোহাগ মাখা, বাকিটা অপূর্ণতার অভিমান। 
নাকি অসুস্থতার খেমচানো দাগ?

#tdd_bengali (অনেক অনেকককক দিন পর।)
জীবন দেখার জন্য লাগে একটা কবি, একটা আয়না, আর, আর কিছু প্রলাপ বকা মানুষ।

যেমন ধরো, আজ কবিতায় কবিতায় হঠাৎ রিয়ালাইজ করলাম, আয়নায় আয়নায় যে দাগগুলো, প্রেমপত্রের বাহানায় লুকিয়ে রাখি, সেগুলো এক একটা মুখপোড়া বসন্তের দাগ। 
কিছুটা সোহাগ মাখা, বাকিটা অপূর্ণতার অভিমান। 
নাকি অসুস্থতার খেমচানো দাগ?

#tdd_bengali (অনেক অনেকককক দিন পর।)