রাত্রি বেলায় এখন মাঝে মধ্যে লোডশেডিং শুরু হয়। দুটো বালিশ আর মাদুর নিয়ে ছাদে চলে যায়।ছাদে গিয়ে বালিশের উপর মাথা রেখে শুয়ে পড়ি । তারপর শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে মাথার উপর অনেক ভাবনা চলে আসে ।তখন আমি যেন স্বপ্নের বিভোর জগতে পৌঁছে যায় নিজের অজান্তেই😒 । তারপর মাথার উপর 🙆অজানা ভাবনা শুরু হয়ে যায় ,চাঁদ⛺ কি সুন্দর , কি মিষ্টি , কীভাবে তার মৃদু আলো দিয়ে আমাদের মনকে তৃপ্তি করে দিচ্ছে 🌛। তারা গুলো⭐ খুবই মজাদার কিভাবে যেন মিট মিট করে জ্বল জ্বল করে সাজিয়ে গুছিয়ে তাদের সৌন্দর্যে পুরো আকাশ টাকে মাতিয়ে তুলেছে । তার উপর মাঝে মধ্যে একটা উল্কাপাত☄ সরল রেখার ন্যায় ধাত্রী ভূমিতে পতিত হওয়ার আগেই কেমন যেন ধূলিসাৎ হয়ে যাচ্ছে ,এই সব ভাবতে ভাবতে মনটা কেমন যেন উতলা হয়ে ওঠে🙇। তার পর কারেন্ট চলে এলো এবং আমি স্বপ্নের জগৎ থেকে নিজের জগতে প্রবেশ করা মাত্রই ,আবারও তৎক্ষণাৎ উপলব্ধি হল যে সৃষ্টি কর্তা বলেই সত্যিই একজন আছেন । আর তিনিই সত্যিই মহান😊 । কারণ তিনি আমাদের কে সব থেকে মূল্যবান জিনিস উপহার দিয়েছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড । Just thinking 🙇