White "আচ্ছা বলো তো, তুমি আকাশের দিকে কেনো তাকিয়ে থাকো?" ঝিরিঝিরি বৃষ্টির মাঝে ইচ্ছা অনুরাগ কে জিজ্ঞাসা করল। "আগে তাকাতাম আকাশ ভালো লাগত বলে। যখন জ্ঞান হলো তখন সবাই বলত, ঈশ্বর নাকি আকাশে থাকে। তাই ওপরে তাকিয়ে সবকিছু বলতাম। আর একটু বড় হলাম তখন মেঘের ঘটা ভালো লাগত।" অনুরাগ উত্তর দিল। "আর এখন কেনো ভালো লাগে?" ইচ্ছার পালটা প্রশ্ন। চোখ অনুরাগ থেকে সরেনি। "এখন ভালো লাগে যখন দেখি এই একই আকাশ দুজনকে বেঁধে রেখেছে। এই আকাশের কাছে কত কিছু আবদার করা রয়েছে। কি সুন্দর এই আকাশ নিজের ওপরে একটা রংএর লালিমা ছড়িয়ে দেয়। গভীর অন্ধকারেও সাথে আছে আবার এই কালো মেঘের আড়ালেও আছে। এর আয়ত্তের বাইরে চাইলেও যাওয়া যায়না, যতই কেউ দুরে থাকুক না কেন।" অনুরাগ বলল। "বুঝলাম। এবার তোমার হাতের আয়ত্ত সড়াও দেখি। মাথা রাখব বুকে।" ইচ্ছা এইটা বলে অনুরাগের বুকে নিজেকে গুটিয়ে নিল। ©Ananta Dasgupta #sad_shayari #sadstory #Memories #anantadasgupta