Nojoto: Largest Storytelling Platform

—বিদায়। তবে, বিদায় মানে কি বি-দায়? //ক্যাপশন


—বিদায়।
তবে, বিদায় মানে কি বি-দায়? 

//ক্যাপশন

 

উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ, কিন্তু বিদ্যালয় জানায়নি ফেয়ারওয়েল এই আউটগোয়িং ব্যাচকে। সদ্য যৌবন ছোঁয়া মেয়েগুলো ডিভিয়ান্ট হয়ে প্রতিবাদের শোরগোল তুলেছে। দাবি খালি এইটুকুই যে, "ফেয়ারওয়েল চাই।" 

চোখ বন্ধ করলে আজও মনে পরে, কেমন করে ক্লাসটিচার স্বাগতা ম্যাম ক্লাস টেন- এ আমাদের ফেয়ারওয়েল ডায়েরিতে লিখতে নারাজ ছিলেন। বলেছিলেন, "আরো দুটো বছর আছে তো, স্কুলেই তো থাকবে।" দু বছর। একাদশ ও দ্বাদশ শ্রেণী। তথাকথিত পাখনা তো গজিয়েছিল, কিন্তু সে পাখনা নিয়ে আকাশের নিচে উড়ে বেরানো হলো কই? ঘরকুনো হয়ে গেলো পাখিগুলো, আর জগৎ মুঠোফোনে। ক্লাস টেনটাই তো দেখি ক্লাইম্যাক্স হয়ে এসে দাড়ালো হে!

কিন্তু এখনো অবধি ঠিক প্রসেস করে উঠতে পারছি না, স্কুল শেষ? এটা আবার হয় নাকি? কতদিন তো লাস্ট বেল- এ বেরিয়ে এসেছি, আবার পরের দিন গেছি। কত চেনা জানা স্কুল চত্বর, ওটা তো আমাদেরই। ফেয়ারওয়েল কি এমনি এক চুটকিতে দেওয়া যায় নাকি? 'ফেয়ারওয়েল' যার আক্ষরিক অর্থ, 'বিদায়'।

—বিদায়।
তবে, বিদায় মানে কি বি-দায়? 

//ক্যাপশন

 

উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ, কিন্তু বিদ্যালয় জানায়নি ফেয়ারওয়েল এই আউটগোয়িং ব্যাচকে। সদ্য যৌবন ছোঁয়া মেয়েগুলো ডিভিয়ান্ট হয়ে প্রতিবাদের শোরগোল তুলেছে। দাবি খালি এইটুকুই যে, "ফেয়ারওয়েল চাই।" 

চোখ বন্ধ করলে আজও মনে পরে, কেমন করে ক্লাসটিচার স্বাগতা ম্যাম ক্লাস টেন- এ আমাদের ফেয়ারওয়েল ডায়েরিতে লিখতে নারাজ ছিলেন। বলেছিলেন, "আরো দুটো বছর আছে তো, স্কুলেই তো থাকবে।" দু বছর। একাদশ ও দ্বাদশ শ্রেণী। তথাকথিত পাখনা তো গজিয়েছিল, কিন্তু সে পাখনা নিয়ে আকাশের নিচে উড়ে বেরানো হলো কই? ঘরকুনো হয়ে গেলো পাখিগুলো, আর জগৎ মুঠোফোনে। ক্লাস টেনটাই তো দেখি ক্লাইম্যাক্স হয়ে এসে দাড়ালো হে!

কিন্তু এখনো অবধি ঠিক প্রসেস করে উঠতে পারছি না, স্কুল শেষ? এটা আবার হয় নাকি? কতদিন তো লাস্ট বেল- এ বেরিয়ে এসেছি, আবার পরের দিন গেছি। কত চেনা জানা স্কুল চত্বর, ওটা তো আমাদেরই। ফেয়ারওয়েল কি এমনি এক চুটকিতে দেওয়া যায় নাকি? 'ফেয়ারওয়েল' যার আক্ষরিক অর্থ, 'বিদায়'।