অস্থির আছি কিন্তু তোকে বলবো কি করে? ন পাওয়ার বাস্তবতা তে পাওয়ার আশা করি কি করে? অধিকার এত আছে আমার ওপরে তোর, যত কারোর নেই, যেটা আমার নয়, ওর ওপর অধিকার দেখাবো কি করে? একতরফা চলেছি সবসময়, আগেও চলব। তুই অনুরাগে থাকবি আর আমি অনুরোধে থাকব। কিন্তু এত বড় বড় কথার পিছনে যে চেহারা আছে, তার সাথে নিজের নাম টা আনব কি করে? কথা তো অনেক আছে, কিন্তু অসম্পূর্ণ থাকুক। কাছে এত থাকার ইচ্ছা, কিন্তু দুরত্ব থাকুক। যদি পাগল হয়ে উঠি হঠাৎ, ব্যবধান রেখে দিশ, আমিও বজায় রাখব সেই দুরত্ব, মন অসহায় থাকুক। তুমি আমার পৃথিবীতে থেকে যাবি সারা জীবনের জন্য, কিন্তু তোর পৃথিবীতে নিজের ঠিকানা বানাব কি করে? ©Ananta Dasgupta #TereHaathMein #anantadasgupta #bengalipoem #bengaliwriting #bengaliquote #bengalicommunity #writingcommunity