Nojoto: Largest Storytelling Platform

গোধূলি দেখবো একদিন তোমার আঙুল ছুঁয়ে ভেবেছি কতবার

গোধূলি দেখবো একদিন তোমার আঙুল ছুঁয়ে ভেবেছি কতবার 
ভাঙা সাইকেলে এখনো তোমার গন্ধ খুঁজে ফিরি বারবার 
তুমি তো নতুন পথে  নতুন পুরুষের হাত ধরে চেনোনা আমায়
আমার বিষন্ন রাত অনাদরে প্রতিদিন আমাকে কাঁদায়

©Arunava Chakraborty #cycle
গোধূলি দেখবো একদিন তোমার আঙুল ছুঁয়ে ভেবেছি কতবার 
ভাঙা সাইকেলে এখনো তোমার গন্ধ খুঁজে ফিরি বারবার 
তুমি তো নতুন পথে  নতুন পুরুষের হাত ধরে চেনোনা আমায়
আমার বিষন্ন রাত অনাদরে প্রতিদিন আমাকে কাঁদায়

©Arunava Chakraborty #cycle