যে হাত ভালবাসা আর আশীর্বাদের জন্য ওঠে, সেই হাত রক্ষা করার জন্য রক্তে ডুবে যেতে পারে। কেউ উচুঁ পাহাড়ের শেষ সীমানায় তাকে খোঁজে, কেউ আবার হয়তো দিনে একবার নাম করে নেয়। দেখছে তো সে দুজনকেই, বিনা কোনো শর্তে, তার আয়ত্তের মধ্যেই আছে সব, স্বর্গে হক বা মর্তে। বিশ্বাস যেখানে আছে, কোনো ভয়ের স্থান নেই, যদি ভয় জায়গা রাখে, সেখানে বিশ্বাসের মান নেই। ©Ananta Dasgupta #anantadasgupta #Day3 #devi #durga #BengaliPoem #bengaliquote #bengalicreator