White একলা ঝড়ের রাতে কেউ নেই মোর সাথে ঘাসের মধ্যে শুয়ে হাজার কষ্ট হাজার আশা ভুলে যাওয়া স্মৃতি খুন করে বসা যাচ্ছে না কেন ধুয়ে ফালতু কথার নোংরা ছুড়িতে কাটছে তোমার মনটাকে সে জানোয়ার টাকা পেলে আজ বেচে ফেলে তার বোন টাকে টাকা আমাদের কিনতে যে চায় টাকায় মানুষ গাঁথা টাকায় ভোলায় যৌন জ্বালা টাকাই নিভায় ব্যথা।। তোমার ঘরের লক্ষী সে যে অন্য ঘরের জ্বালা টাকাই লোক কে ক্ষমতায় এনে পড়াই জুতোর মালা। পাতলা কাগজ মূল্য অনেক ঝুকায় সবার মাথা বেসরকারি হোক বা রেন্ডি সবার মুখেই ঠাসা। ©SUBHOTHEPOET #টাকা sad poetry