ট্রাপিজের সরু তারে ভারসাম্যের বোঝা কাঁধে হাঁটতে থাকা জীবনভর এক অলীক স্বপ্নসন্ধান ; সমবেদনার হাত,ক্ষতে জমা কালো রাত শূন্য পদক্ষেপে এগিয়ে যায় অবিরত ভ্রাম্যমান ; নিরাসক্ত বৃষ্টিডানা--শত শত বিভাজন আত্মকেন্দ্রিক সুযোগসন্ধানী বিস্ফোরণে,,, মুখের আদল বদলে দেয় সময় মৃত কুয়াশার সংকেত ছায়া ফেলে জৈবিক আস্ফালনে; শুধু অবশিষ্ট মসৃণ আলো আল্পনা আঁকা জলে সারিসারি অনুসরণ গহন পথের উপস্থিতি, করতলে মন আর মাথা মুগ্ধতার দায়ভারে মূর্ছিত,অলিখিত ইচ্ছের বিমূর্ত বিধিলিপি.... #piccontest25 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest25