হে গঙ্গা! বয়ে চলেছ তুমি শহরের পাস থেকে, শুধু বয়ে যাচ্ছ। কেন? কেউ রক্তে লাল হচ্ছে আর হাঁসছে পাশবিকতা, তুমি বয়ে যাচ্ছ। কেন? তোমার সামনে আগুনে দাহ করা হল, ভাসিয়ে দেয়া হল তোমার কোলে। তুমি নিরবে ধারণ করে নিলে সেই অস্থি আর বয়ে চলেছ। কেন? তুমি দেহ শুদ্ধ করলে কিন্তু সেই দেহ কারণ হল অপবিত্রতার। ওই অপবিত্রতার তুমি দেখলে নিরবে, তুমি বয়ে যাচ্ছ। কেন? আজ তোমার কিনারা ধরে পথে নেমেছে অনেক রাগ, অনেক প্রশ্ন। তুমি সবকিছু জেনে আসলে না, তুমি বয়ে যাচ্ছ। কেন? হুঙ্কার দাও নিজের স্রোতের, ভেঙে দাও সমস্ত ব্যবধান। এই অন্যায়ের জন্য তুমি শুরু কর যুদ্ধের অভিযান। ডুবিয়ে দম বন্ধ কর তাদের যারা অন্যায়ের সাথে দাঁড়িয়ে। অ্যাসিডে বদলাও নিজেকে, দাও হাড় অবধি জ্বালিয়ে। যদি বইতে তাহলে প্রলয়ের মত করে এবার বয়ে যাও। রুদ্র রুপ ধর নিজের, ছিন্ন ভিন্ন করে এগিয়ে যাও। আশা হারিয়ে যাচ্ছে দেবী, বিচার এবার শাস্তি দাও। নিজের হাতে বিচার নিয়ে তুমি তিলোত্তমা কে শান্তি দাও। ©Ananta Dasgupta #nojotopic #kolkatacase #JusticeAndRevenge #RGkar #revolution #anantadasgupta #Bengali_poem #bengaliquote