শুধু আশ্বিনে নয়, প্রত্যেক ঋতুতে তার বাস। তিনি প্রকৃত শক্তি, তিনি মনের বিশ্বাস। রুপ শুধু নটা না, বিভিন্ন রুপে তিনি থাকেন, এই সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত তার আভাস। মা হয় আসেন আমাদের সাথে উৎসবের আনন্দে, এই মাতৃত্বের জন্য মানুষ অপেক্ষায় থাকে বাকি এগারো মাস। নিজের অসীম হৃদয়ে স্থান দিয়ে রক্ষা করেন তিনি, তার কোলে মাথা রেখে মানুষ ফেলে শান্তির নিঃশ্বাস। ©Ananta Dasgupta #Durgapuja #day1 #anantadasgupta #devi #Bengali #bengaliquotes