Nojoto: Largest Storytelling Platform

-:নির্মল সঙ্গীত কাব্য-140:- গৌতম পড়ুয়া"নির্মল"।

-:নির্মল সঙ্গীত কাব্য-140:-
  গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
জাগিয়া দেখিনু আমি আজি প্রাতে
শান্ত জগৎময় দখিনা বাতাস বয়
পূবের দুয়ার রাঙা দিননাথে।।
আঁধার রজনীর শেষে 
জগৎ আলোয় যায় ভেসে, 
বিহগ-বিহগীর সনে 
মেশে আনন্দেতে।। 
ধীরে ধীরে জাগিয়া উঠিল ফুল বন
ভ্রমর ধাইল ফুলে পুলকিত মন। 
পুলকিত-বিকশিত ধরনী
অন্তরে আলো দেয় আনি, 
জীবন পূরন হবে
জানি পরমৃতে।।

©Goutam Parua"নির্মল"। #Sunrise -:নির্মল সঙ্গীত কাব্য-140:-
  গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
জাগিয়া দেখিনু আমি আজি প্রাতে
শান্ত জগৎময় দখিনা বাতাস বয়
পূবের দুয়ার রাঙা দিননাথে।।
আঁধার রজনীর শেষে 
জগৎ আলোয় যায় ভেসে, 
বিহগ-বিহগীর সনে
-:নির্মল সঙ্গীত কাব্য-140:-
  গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
জাগিয়া দেখিনু আমি আজি প্রাতে
শান্ত জগৎময় দখিনা বাতাস বয়
পূবের দুয়ার রাঙা দিননাথে।।
আঁধার রজনীর শেষে 
জগৎ আলোয় যায় ভেসে, 
বিহগ-বিহগীর সনে 
মেশে আনন্দেতে।। 
ধীরে ধীরে জাগিয়া উঠিল ফুল বন
ভ্রমর ধাইল ফুলে পুলকিত মন। 
পুলকিত-বিকশিত ধরনী
অন্তরে আলো দেয় আনি, 
জীবন পূরন হবে
জানি পরমৃতে।।

©Goutam Parua"নির্মল"। #Sunrise -:নির্মল সঙ্গীত কাব্য-140:-
  গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
জাগিয়া দেখিনু আমি আজি প্রাতে
শান্ত জগৎময় দখিনা বাতাস বয়
পূবের দুয়ার রাঙা দিননাথে।।
আঁধার রজনীর শেষে 
জগৎ আলোয় যায় ভেসে, 
বিহগ-বিহগীর সনে