Nojoto: Largest Storytelling Platform

বিসুখ ******

                 বিসুখ 
               ******
                  অসুখ করেছে আমার 
                     বার বার চোখ ফুলে জল ঝরে যাচ্ছে 
               আমি আমি ছিলাম এতকাল 
                         কিন্তু কদিন ? 
                  রিসেপ্টরও ভয় দেখায় 
                  হঠাৎ জিনের মিউটেশন 
                         আর কতক্ষন?
                         চিনবে না কেউ 
                 টালির বাড়ির হেল্পার বলবে 
                     আমি নাকি , ঘরের শত্রু বিভীষণ ।
                     না, আমার ঘুম আসেনা 
                         পালিয়ে বেড়াই ,
                  আদর করে টানছ কাছে ? 
                          কিন্তু কেনো ? 
                    টক পুকুরে চুবিয়ে মারবে আমায়।
                           আমি জানি -
                     ছিন্ন ভিন্ন টুকরো দেহ 
                          পচিয়ে দেবে
                           আমায় তুমি অচেনা বলবে ,
                        করবে আত্মসমর্পণ !  
                                         @গল্পকথা 
                  

                         
               অনেক গুলো কনফ্লিক্ট ওলোট পালোট করে লেখাটা লিখতে ইচ্ছে হলো - যেখানে যদি সাহিত্যের ভাষায় বলি তবে , একটা সময় পর নিজের খুশি থাকার উপায় বেছে নিলে নিজেদের মানুষই নিজের বলে স্বীকার করতে অস্বীকার করে , উপরন্তু তারা কোনরকম বাত বিচার না করেই শুধুমাত্র পুরনো ধারণার বসে , ক্ষমতার বলে তিলে তিলে হত্যা করে এক একটা প্রাণ । শেষ হয়ে যায় এক একটা সুন্দর সম্পর্ক । প্রাণভয়ে হয় ধ্বংস হতে হয় ,নয়তো তাদের ধাঁচে গড়তে হয়ে নিজেকে । 
যদি বলি প্রাণিবিদ্যার কনফ্লিক্ট থেকে - তবে একটা সেলের  জিনের মিউটেশন ঘটে গেলে অনেকসময় নিজের চেনা পরিচিত নিজের দেহের অন্য কোষগুলো তাকে বহিরাগত বস্তু ভেবে বসে । তারপর ম্যাক্রফাজ বা ডেনড্রাইটিক কোষ গুলো কোষের ঘর কে সুরক্ষিত রাখার জন্য চেনা সেলের বিরুধ্যেই প্রতিরোধ গড়ে তোলে  । ধ্বংস হয় একটা ভালো কোষ । অথচ কোনো দরকারি ছিল না তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার । 
#বাংলাকবিতা #yqdada #withoutchallenge #ownwords #biology #biologylove #immunology #cellbiologist
                 বিসুখ 
               ******
                  অসুখ করেছে আমার 
                     বার বার চোখ ফুলে জল ঝরে যাচ্ছে 
               আমি আমি ছিলাম এতকাল 
                         কিন্তু কদিন ? 
                  রিসেপ্টরও ভয় দেখায় 
                  হঠাৎ জিনের মিউটেশন 
                         আর কতক্ষন?
                         চিনবে না কেউ 
                 টালির বাড়ির হেল্পার বলবে 
                     আমি নাকি , ঘরের শত্রু বিভীষণ ।
                     না, আমার ঘুম আসেনা 
                         পালিয়ে বেড়াই ,
                  আদর করে টানছ কাছে ? 
                          কিন্তু কেনো ? 
                    টক পুকুরে চুবিয়ে মারবে আমায়।
                           আমি জানি -
                     ছিন্ন ভিন্ন টুকরো দেহ 
                          পচিয়ে দেবে
                           আমায় তুমি অচেনা বলবে ,
                        করবে আত্মসমর্পণ !  
                                         @গল্পকথা 
                  

                         
               অনেক গুলো কনফ্লিক্ট ওলোট পালোট করে লেখাটা লিখতে ইচ্ছে হলো - যেখানে যদি সাহিত্যের ভাষায় বলি তবে , একটা সময় পর নিজের খুশি থাকার উপায় বেছে নিলে নিজেদের মানুষই নিজের বলে স্বীকার করতে অস্বীকার করে , উপরন্তু তারা কোনরকম বাত বিচার না করেই শুধুমাত্র পুরনো ধারণার বসে , ক্ষমতার বলে তিলে তিলে হত্যা করে এক একটা প্রাণ । শেষ হয়ে যায় এক একটা সুন্দর সম্পর্ক । প্রাণভয়ে হয় ধ্বংস হতে হয় ,নয়তো তাদের ধাঁচে গড়তে হয়ে নিজেকে । 
যদি বলি প্রাণিবিদ্যার কনফ্লিক্ট থেকে - তবে একটা সেলের  জিনের মিউটেশন ঘটে গেলে অনেকসময় নিজের চেনা পরিচিত নিজের দেহের অন্য কোষগুলো তাকে বহিরাগত বস্তু ভেবে বসে । তারপর ম্যাক্রফাজ বা ডেনড্রাইটিক কোষ গুলো কোষের ঘর কে সুরক্ষিত রাখার জন্য চেনা সেলের বিরুধ্যেই প্রতিরোধ গড়ে তোলে  । ধ্বংস হয় একটা ভালো কোষ । অথচ কোনো দরকারি ছিল না তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার । 
#বাংলাকবিতা #yqdada #withoutchallenge #ownwords #biology #biologylove #immunology #cellbiologist