সমস্ত সমস্যার সমাধান এই ছাই তে। সমস্ত বাধা মিটে যায় এই ছাই তে। এই ছাই থেকেই শুরু শেষের যাত্রা, নতুন করে শুরু হয় সব এই ছাই তে। কষ্ট নষ্ট হয়ে যায় এই ছাই তে। আশা, ভালবাসা, অপেক্ষা মুছে যায় এই ছাই তে। ছাই হতে হলে পুড়ে ছারখার হয়ে যাক সবকিছু আমার। ভস্ম আরতি হোক তোমার সেই ছাই তে। ©Ananta Dasgupta #shiva #omnamahshivaya #Shankar #anantadasgupta #Bengali_poem #Bengali #bengaliquote