Nojoto: Largest Storytelling Platform

White আমি যদি রাজকুমারী হতাম, তবে আমার নাম কি হোত

White আমি যদি রাজকুমারী হতাম, 
তবে আমার নাম কি হোত?
তোমরা আমায় কি নামে ডাকতে?
আড়ালে আবডালে কি নিন্দে করতে? 
রূপ দেখে যা খুশি নাম দিতে নাকি আমার মন বুঝে 
নতুন কোন নামকরণ করতে?
জানতে ইচ্ছে হয় বড্ড। 
যদি আমি রাজকুমারী হতাম তবে কি আমায় আরও 
বেশি ভালোবাসতে? নাকি এড়িয়ে যেতে বিত্তশালী বলে। 
আমি জানি তখন কেউ বা আমায় নাম দিতে 
তন্দ্রাহারিণী, কেউ বা বলতে লাস্যময়ী নইলে বলতে মেঘবরণ চুল আর দুধে আলতা গরণ। 
কেউ বা বলতে আদরিণী নইলে বলতে নেকু।
কেউ বা হারাতে চোখের মায়ায়, কেউ বা চুলের গন্ধে৷ 
কেউ বা ঠোঁটের কোণে আবার কেউ বা হাসির ফোয়ারায়। 
আমি জানি অনেকে অনেক নাম দিতে আমায়। 
তবু জানতে চাই কি নামে ডাকতে আমায় যদি আমি 
রাজকুমারী হতাম। 
আর যদি বা এড়িয়ে যেতে তবেই বা কেন এমন করতে? 
তখনও কি এমন করেই আমার আমিত্ত কে না বুঝেই 
ভুল সব শব্দচয়ন করতে আমার জন্য। 
বড় ইচ্ছে হয় রাজকুমারী হতে। 
বলো দেখি কি নাম দিতে আমার? 

✍️ তন্দ্রা মজুমদার নাথ

©Tandra Majumder Nath
  যদি রাজকুমারী হতাম 
#Sad_shayri #কবিতা #পদ্য #তন্দ্রা

যদি রাজকুমারী হতাম #Sad_shayri #কবিতা #পদ্য #তন্দ্রা #ভালোবাসা

135 Views