Nojoto: Largest Storytelling Platform

ইচ্ছে-ঘুড়ি মেললো ডানা,প্রজাপতির মন-ঠিকানা, আজ যে ক

ইচ্ছে-ঘুড়ি মেললো ডানা,প্রজাপতির মন-ঠিকানা,
আজ যে কতই রঙ্গ হবে,থাকবে না তো সুখ-সীমানা।
ব্যস্ত মনের তার ছিঁড়েছে,ছোট্টবেলায় সে ফিরেছে,
মিষ্টি মধুর হাসি-গল্পে বিকেলটা আজ বদলে গেছে।।  #খুশির_কাহন এ আমরা চেষ্টা করি তোমাদের একটুকরো ভালোলাগা উপহার দিতে। 
তাই আজ খেয়ালী কাহনের তরফ থেকে রইল একটি মিষ্টি ব্যাকগ্রাউন্ড। এর ওপরই বুনে ফেলো তোমাদের লেখা অনুগল্প বা কবিতা।
♦ কল্পনার বিষয় - ঘুড়ি-লাটাই ও ছেলেবেলা (প্রত্যেকটি শব্দের প্রত্যক্ষ প্রয়োগ বাধ্যতামূলক নয়।)
♦ সময়সীমা - আগামীকাল সকল ৮ টা।
♦ শব্দসীমা - অনধিক ৫০।
♦ খেয়াল রেখো লেখাটি পড়ে যেন কারো মন খারাপ না হয়ে যায়। 
♦ একক লেখাই গ্রহণযোগ্য।
ইচ্ছে-ঘুড়ি মেললো ডানা,প্রজাপতির মন-ঠিকানা,
আজ যে কতই রঙ্গ হবে,থাকবে না তো সুখ-সীমানা।
ব্যস্ত মনের তার ছিঁড়েছে,ছোট্টবেলায় সে ফিরেছে,
মিষ্টি মধুর হাসি-গল্পে বিকেলটা আজ বদলে গেছে।।  #খুশির_কাহন এ আমরা চেষ্টা করি তোমাদের একটুকরো ভালোলাগা উপহার দিতে। 
তাই আজ খেয়ালী কাহনের তরফ থেকে রইল একটি মিষ্টি ব্যাকগ্রাউন্ড। এর ওপরই বুনে ফেলো তোমাদের লেখা অনুগল্প বা কবিতা।
♦ কল্পনার বিষয় - ঘুড়ি-লাটাই ও ছেলেবেলা (প্রত্যেকটি শব্দের প্রত্যক্ষ প্রয়োগ বাধ্যতামূলক নয়।)
♦ সময়সীমা - আগামীকাল সকল ৮ টা।
♦ শব্দসীমা - অনধিক ৫০।
♦ খেয়াল রেখো লেখাটি পড়ে যেন কারো মন খারাপ না হয়ে যায়। 
♦ একক লেখাই গ্রহণযোগ্য।
evapaul7903

Eva Paul

New Creator