Nojoto: Largest Storytelling Platform

পাপস্বীকার(বেকার) --জীবনানন্দ দাশ আমার পিতা সাদা

পাপস্বীকার(বেকার)
--জীবনানন্দ দাশ

আমার পিতা সাদা দাড়ি নিয়ে দিগন্তের দিকে তাকিয়ে থাকেন
বিকেলের সোনালি মেঘ দেখতে পান না তিনি—
রাতের একটি নক্ষত্রও দেখতে পান না—

আমার মা সাদা চুল নিয়ে বাসন মাজেন—
শীতের রাতে—

আমার বয়স বত্রিশ
বাইশ বছরে এম. এ. পাশ করেছি
কোনও দিন চাকরি পাই নি।


 An ANTI POETRY 

#SisypheanTask #Unemployment
#OCD #DearY
#Introspection
16.11.2020
@sumansamanta Anti Poetry
পাপস্বীকার(বেকার)
--জীবনানন্দ দাশ

আমার পিতা সাদা দাড়ি নিয়ে দিগন্তের দিকে তাকিয়ে থাকেন
বিকেলের সোনালি মেঘ দেখতে পান না তিনি—
রাতের একটি নক্ষত্রও দেখতে পান না—

আমার মা সাদা চুল নিয়ে বাসন মাজেন—
শীতের রাতে—

আমার বয়স বত্রিশ
বাইশ বছরে এম. এ. পাশ করেছি
কোনও দিন চাকরি পাই নি।


 An ANTI POETRY 

#SisypheanTask #Unemployment
#OCD #DearY
#Introspection
16.11.2020
@sumansamanta Anti Poetry