ছেলেটা কোথায় গেল! এই যে দাদারা দিদিরা শুনছেন, একটা ছোট ছেলেকে দেখেছেন? বেশ কিছুদিন হলো খুঁজে পাচ্ছি না তাকে, বলছি বলছি কিভাবে চিনবেন তাকে-মুখটা তার নিস্পাপ সরলতামাখা, সবচেয়ে বড় চিহ্ন সত্য বলতে ভয় পায় না মোটে।এখনো বুঝলেন না বলছি কার কথা?যে সকলের সামনে বলেছিল,"রাজা তোর কাপড় কোথা?"নীরেন্দ্রনাথের কবিতায় দেখেছিলাম যাকে। বেশ কিছুদিন হলো খুঁজে পাচ্ছি না তাকে। বড়ো হবার প্ররোচনায় হারিয়ে গেল তবে! নাকি ভয় পেয়ে লুকিয়ে আছে সে? কিন্তু তা কিকরে হয়-তাহলে যে চন্দ্র সূর্য ওঠা মিথ্যে হয়ে যায়। #ছেলেটা #সত্যবাদী #নিস্পাপ #খুঁজছি