Nojoto: Largest Storytelling Platform

অভিনয়ের মঞ্চটা বড্ড জটিল---এত লীলা, এত খেলা! এই র

অভিনয়ের মঞ্চটা বড্ড জটিল---এত লীলা,
এত খেলা!
এই রঙ্গ মঞ্চে যে যার মতো অভিনয় করে চলেছি, সুনিপুণ ভাবে।
কেউ বেচছি কাঁচা বাদাম,
গাহি বেসুরো কন্ঠে জীবনমুখী গান!
শত ব্যস্ততার রাস্তায়
দাঁড়িয়ে হাঁক পাড়ে অটো রিক্সা ভাড়ার আশায়,
মিষ্টির দোকানেও দেখি দোকানী মাছি তাড়ায়।।
বন্ধ বাজার,
লোকে লোকারণ্য, তবুও খদ্দের নেই।
দুচোখে আলিস,
ঢুলে পড়ে কূর্শীহীন ফুটপাতি মাথায় নেই আরামের বালিশ।
সময় গড়িয়ে চলে সময়ের সাথে,
চোখের সামনে মুখরোচক খাবারের ঢের তবুও খুদে খিদে মেটায় নুন দিয়ে পান্তা ভাতে...
শুধু সময় গড়িয়ে যায় সময়ের সাথে। #এইজীবন
অভিনয়ের মঞ্চটা বড্ড জটিল---এত লীলা,
এত খেলা!
এই রঙ্গ মঞ্চে যে যার মতো অভিনয় করে চলেছি, সুনিপুণ ভাবে।
কেউ বেচছি কাঁচা বাদাম,
গাহি বেসুরো কন্ঠে জীবনমুখী গান!
শত ব্যস্ততার রাস্তায়
দাঁড়িয়ে হাঁক পাড়ে অটো রিক্সা ভাড়ার আশায়,
মিষ্টির দোকানেও দেখি দোকানী মাছি তাড়ায়।।
বন্ধ বাজার,
লোকে লোকারণ্য, তবুও খদ্দের নেই।
দুচোখে আলিস,
ঢুলে পড়ে কূর্শীহীন ফুটপাতি মাথায় নেই আরামের বালিশ।
সময় গড়িয়ে চলে সময়ের সাথে,
চোখের সামনে মুখরোচক খাবারের ঢের তবুও খুদে খিদে মেটায় নুন দিয়ে পান্তা ভাতে...
শুধু সময় গড়িয়ে যায় সময়ের সাথে। #এইজীবন