এই পাগল মনের চেষ্টা চলেই যাচ্ছে, একবার যদি পথ হারানো যায়, যদিও গন্তব্যে পৌঁছবে না, এটা সে ভালো মতন জানে। সমস্ত দরজা বন্ধ করে দিয়েছি, তোমার মায়া থেকে সরতে। তাও মনের জেদ, জানালার এক অংশ খোলা থাকুক, যেখানে তোমার অনুভূতি পাওয়া যাবে। অজুহাত অনেক আছে আলাদা হওয়ার জন্য, বলা যাবে, হাতে সময় অনেক আছে, সবকিছু ছাড়া যাবে। তোমার ছবি মনে গেঁথে আছে, হয়তো সময়ের সাথে চলে যাবে, শুধু তোমার ছোঁয়া হয়তো আমার বুকে থেকে যাবে। সমস্ত দরজা বন্ধ করে দিয়েছি, তোমার মায়া থেকে সরতে। তাও মনের জেদ, জানালার এক অংশ খোলা থাকুক, যেখানে তোমার অনুভূতি পাওয়া যাবে। কিন্তু তোমাকে কেন বলছি আমি এত কিছু, কি লাভ? তুমি কখনো ভুলে যাবে, কখনো আলাদা করে নেবে। একবার চাই, তোমার সাথে দেখা করার ইচ্ছা পুর্ন হোক। যেখানে খুব স্বাভাবিক তোমার না আসা, তোমার কষ্ট দেয়ার নতুন কৌশল হোক। এর জন্যই তো সমস্ত দরজা বন্ধ করে দিয়েছি, তোমার মায়া থেকে সরতে। তাও মনের জেদ, জানালার এক অংশ খোলা থাকুক, যেখানে তোমার অনুভূতি পাওয়া যাবে। ©Ananta Dasgupta #stairs #anantadasgupta #Bengali_poem #bengaliquotes #Loveandromance