Nojoto: Largest Storytelling Platform

যে চোখ একদিন ভরসা দিল, রঙিন হওয়ার । আজ সে চোখ দিগন

যে চোখ একদিন ভরসা দিল,
রঙিন হওয়ার ।
আজ সে চোখ দিগন্তে মেলেছে
ডানা ।

আজও তবু বসে আছি তার স্মৃতিতে,
দুরন্ত মন জেগে থাকে দারুন শীতে ।


যে হাত ধরেছিল কথার ফাঁকে,
বিকাল বেলায় ।
আজ সে হাত অন্য কারুর
ঘাম মোছায় ।

ঝাপসা সময় কাটিয়ে দেওয়া তার আঘাতে ।
না লেখা ঋণ অবুঝ ক্ষতয় শেষ চিঠিতে । no more love
যে চোখ একদিন ভরসা দিল,
রঙিন হওয়ার ।
আজ সে চোখ দিগন্তে মেলেছে
ডানা ।

আজও তবু বসে আছি তার স্মৃতিতে,
দুরন্ত মন জেগে থাকে দারুন শীতে ।


যে হাত ধরেছিল কথার ফাঁকে,
বিকাল বেলায় ।
আজ সে হাত অন্য কারুর
ঘাম মোছায় ।

ঝাপসা সময় কাটিয়ে দেওয়া তার আঘাতে ।
না লেখা ঋণ অবুঝ ক্ষতয় শেষ চিঠিতে । no more love