Nojoto: Largest Storytelling Platform

অনেক দিন দেখা হয়না তোমার আমার। কথা হয়না পাশাপাশি

অনেক দিন দেখা হয়না তোমার আমার।
কথা হয়না পাশাপাশি বসে,
তাকিয়ে থাকা হয়না তোমার ক্লান্ত ঠোঁটের দিকে,
সরিয়ে দেওয়া হয়না চোখের সামনের চঞ্চল চুল,
অনেক দিন আর বাড়ে না হৃদস্পন্দন,
সত্যিই! অনেক দিন দেখা হয় না।।

©Rishi Raj Hazra
  #merikHushi #Love #bengaliquotes #br💔ken #kahanisuno