White লুকিয়ে আছে কত আশা এই চাঁদের দিকে তাকিয়ে। প্রতিটি দিন শেষ করছে ভেতরে একটা সংসার লুকিয়ে। অনেক বার দাঁড়ায়, চারিদিক দেখে, আবার হাঁটে। অগোছালো ভাবনা নিয়ে মানুষ যায় এগিয়ে। একই প্রশ্ন করে বার বার নিজেকে আজ তো হয়ে গেল, কালকে সামলাবে কে? মন আনমনা করে সমস্ত অনুভূতি এক জায়গায় রেখে দেয়। ক্লান্ত দেহ, ক্লান্ত নিঃশ্বাস, ক্লান্ত চোখের সঙ্গী হয় ক্লান্ত হৃদয়। কোনো দিন হয়তো এমন হবে, আর কিছু মনে হবেনা। ঠিক যেমন অবশ হয়ে যায় শরীরের কোনো অংশ। সেই চাঁদ থাকবে, সেই ভিড় থাকবে, সেই ক্লান্ত চোখ থাকবে পার্থক্য থাকবে সেই একটা জায়গার যা হয়ে গেছে ধংস। শান্ত হয়ে যাবে মানুষ তখন ভেতরের যুদ্ধ থেকে নিরবতা পালন করবে দু মিনিটের নিজেকেই শেষ করে। ©Ananta Dasgupta #Sad_shayri #BengaliPoem #bengaliwriting #bengaliquotes