Nojoto: Largest Storytelling Platform

।। তুমি, আমি ও একটি গোলাপ ।। দূর্ভিক্ষের শেষ রাতে

।। তুমি, আমি ও একটি গোলাপ ।।

দূর্ভিক্ষের শেষ রাতে অদৃশ্য হাওয়ার তুমুল উৎপাত,
এলোমেলো চুলের স্রোতে বাড়ন্ত প্রেমেরা শিস দেয়,
রোমান ভাস্কর্যের মতো অন্ধকারে ভর করে দাঁড়িয়েছিলাম,
দেখেছিলাম তোমার প্রশ্বাসের অনুকূলে তখন অন্য কাহিনী বইছে,

তা সত্ত্বেও আমার ফ্যাকাশে চোখেরা হাতড়ে পাওয়া আদিমতায় মত্ত,
কুচকুচে বিছানার অন্দরে খোঁজে বিকেলের হাইওয়ে,
সমকালীন কুয়াশার ঘেরাটোপে বেঁচে থাকা ঘোলাটে গুহাচিত্র,

কান পেতে শুনি ধ্বংসের জামা খুলে তোমার ফিরে আসার শব্দ,
শ্যাওলা পড়া চামড়া, আলিঙ্গন করেছে লাল গোলাপকে,
এতগুলো দূর্ভিক্ষ খুন হয়েছে কাঁটায়,
আমাদের নির্বাসনেও সে একা সুন্দর,
সেদিনের রক্ত ঝরানো প্রেমের আমন্ত্রণ।।

     -শ্রীতমা




 

#সাময়িক_কাহন এ আজ লিখে ফেল একটি কবিতা।
শর্তাবলী :
১) কবিতাটি ছন্দহীন বা free-verse হতে হবে।
২) কবিতাটির পংক্তি সংখ্যা আটের অধিক ও বারোর কম হতে হবে।
৩) কবিতাটির কোথাও "গোলাপ" ছাড়া অন্য কোনো ফুলের নাম উল্লেখ করা যাবে না।
৪) সময়সীমা - সোমবার রাত আট টা
।। তুমি, আমি ও একটি গোলাপ ।।

দূর্ভিক্ষের শেষ রাতে অদৃশ্য হাওয়ার তুমুল উৎপাত,
এলোমেলো চুলের স্রোতে বাড়ন্ত প্রেমেরা শিস দেয়,
রোমান ভাস্কর্যের মতো অন্ধকারে ভর করে দাঁড়িয়েছিলাম,
দেখেছিলাম তোমার প্রশ্বাসের অনুকূলে তখন অন্য কাহিনী বইছে,

তা সত্ত্বেও আমার ফ্যাকাশে চোখেরা হাতড়ে পাওয়া আদিমতায় মত্ত,
কুচকুচে বিছানার অন্দরে খোঁজে বিকেলের হাইওয়ে,
সমকালীন কুয়াশার ঘেরাটোপে বেঁচে থাকা ঘোলাটে গুহাচিত্র,

কান পেতে শুনি ধ্বংসের জামা খুলে তোমার ফিরে আসার শব্দ,
শ্যাওলা পড়া চামড়া, আলিঙ্গন করেছে লাল গোলাপকে,
এতগুলো দূর্ভিক্ষ খুন হয়েছে কাঁটায়,
আমাদের নির্বাসনেও সে একা সুন্দর,
সেদিনের রক্ত ঝরানো প্রেমের আমন্ত্রণ।।

     -শ্রীতমা




 

#সাময়িক_কাহন এ আজ লিখে ফেল একটি কবিতা।
শর্তাবলী :
১) কবিতাটি ছন্দহীন বা free-verse হতে হবে।
২) কবিতাটির পংক্তি সংখ্যা আটের অধিক ও বারোর কম হতে হবে।
৩) কবিতাটির কোথাও "গোলাপ" ছাড়া অন্য কোনো ফুলের নাম উল্লেখ করা যাবে না।
৪) সময়সীমা - সোমবার রাত আট টা