Nojoto: Largest Storytelling Platform

পুরোনো সেই স্মৃতির ভাঁজ এ রয়ে যাবে এই দিনটি, মনে

পুরোনো সেই স্মৃতির ভাঁজ এ রয়ে যাবে
এই দিনটি, 
মনে পড়লে হয়তো হবে ভারাক্রান্ত
আমাদের মনটি। 
দিনগুলো ছিল ভীষন রঙিন মুহূর্ত গুলো
ছিল দামী, 
স্মৃতি চরণ করে লিখছি এক কবিতা
একলা বসে আমি। 
দিনটি ছিল মেঘলা বেশ ঠিক যেন
আজকের মত, 
পাওয়া যাবে না আর সেসব সময় যেগুলো
হয়েছে গত। 
কলেজ জীবনের এই স্বল্প পরিসরে
হারিয়েছিলাম নিজেকে, 
শেষ দিনটিতে আনন্দের সাথে
মানাচ্ছিলাম মনটাকে। 
মুখে সবার হাসি থাকলেও হৃদয়
জুড়ে ছিল কান্না, 
খুশির আমেজটা ছিল একটু বেশি তাই
হারিয়েছিল অশ্রু বন্যা। 
থাকবে যতদিন আমার এ শরীরে
প্রাণের সঞ্চার, 
বারবার মনে হবে যদি সেসময়ে ফিরে যেতে
পারতাম আর একবার। 
যেখানে বন্ধু তোমরা আছো থেকো
সকলে ভালো, 
নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে দেখিও
সমাজকে আলো। 
এক অদ্ভূত বিষণ্ণতা ছেয়ে গেলো
আজ আমার এ মনে, 
কিছু স্মৃতি খুব দামী মনে পড়বে তা প্রতিক্ষণে।

লেখনী - অরিন্দম Reminiscences 😊

#Star
পুরোনো সেই স্মৃতির ভাঁজ এ রয়ে যাবে
এই দিনটি, 
মনে পড়লে হয়তো হবে ভারাক্রান্ত
আমাদের মনটি। 
দিনগুলো ছিল ভীষন রঙিন মুহূর্ত গুলো
ছিল দামী, 
স্মৃতি চরণ করে লিখছি এক কবিতা
একলা বসে আমি। 
দিনটি ছিল মেঘলা বেশ ঠিক যেন
আজকের মত, 
পাওয়া যাবে না আর সেসব সময় যেগুলো
হয়েছে গত। 
কলেজ জীবনের এই স্বল্প পরিসরে
হারিয়েছিলাম নিজেকে, 
শেষ দিনটিতে আনন্দের সাথে
মানাচ্ছিলাম মনটাকে। 
মুখে সবার হাসি থাকলেও হৃদয়
জুড়ে ছিল কান্না, 
খুশির আমেজটা ছিল একটু বেশি তাই
হারিয়েছিল অশ্রু বন্যা। 
থাকবে যতদিন আমার এ শরীরে
প্রাণের সঞ্চার, 
বারবার মনে হবে যদি সেসময়ে ফিরে যেতে
পারতাম আর একবার। 
যেখানে বন্ধু তোমরা আছো থেকো
সকলে ভালো, 
নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে দেখিও
সমাজকে আলো। 
এক অদ্ভূত বিষণ্ণতা ছেয়ে গেলো
আজ আমার এ মনে, 
কিছু স্মৃতি খুব দামী মনে পড়বে তা প্রতিক্ষণে।

লেখনী - অরিন্দম Reminiscences 😊

#Star